বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইডির জেরায় একের পর এক চাঞ্চল্যকর দাবি করে চলেছেন সন্দেশখালির বাঘ। তিনি দাবি করেছেন, ইডির উপর যাঁরা হামলা করেছে তাঁরা ঠিক করেননি। এদিকে ইডির উপরে হামলা চালানোর অভিযোগ রয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে। নিজের বাড়ি থেকেই ফোনে ইডির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান শেখ তদন্তে এমনই জানতে পেরেছে সিবিআই।
এদিকে ইডির সেকথা একেবারেই অস্বীকার করেছেন সন্দেশখালির বাঘ। উল্টে ইডির উপর হামলার নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে শাহজাহান শেখ দাবি করেছেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কারোর জমি তিনি কেড়ে নেননি। সকলের জমিই তিনি ফিরিয়ে দিয়েছেন। কারোর একটুকরো জমি তিনি দখল করেননি।
রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রথমে শাহজাহান শেখের কথা জানতে পারে ইডি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ। সরবেড়িয়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসারদের। তার পরের ঘটনা সকলের জানা। কীভাবে সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে শাহজাহান শেখ এবং তাঁর দলবলের কুকীর্তি ফাঁস করে।