বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :তৃণমূল বিধায়ক সওকত মোল্লার খাসতালুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। মঙ্গলবার দুপুরে বিরহোধী দলনেতা উত্তরবঙ্গ থেকে কলকাতা হয়ে যান ক্যানিংয়ে। সেখানে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর সমর্থনে মিছিলের পরে সভাও করেন। সেখান থেকে তিনি সওকত মোল্লাদের হুঁশিয়ারি দেন।

এদিন পদযাত্রার পরে করা নির্বাচনী সভায় বিরহোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গত কয়েকদিন আগে সওকত মোল্লার অনুচর হোসেন শেখ বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত দাস-সহ অনেককে মারধর করেছেন। তার নেতৃত্বে বাইক বাহিনী এলাকায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

তিনি বলেছেন, ওই ঘটনার পরে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, হামলায় আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। এব্যাপারে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে তিনি-সহ বিজেপির নেতারা গিয়েছিলেন বলেও জানান।

বিরোধী দলনেতা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সওকত মোল্লা, হোসেন শেখ ও পরেশরাম দাশরা মনে করেন, একইরকম চলবে, তা হবে না। তিনি বলেন, আজ যে রাজা, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কারও অবস্থা সমান থাকে না বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা আরও বলেন, একটা সময় এই জেলাতেই একদিকে কান্তি গাঙ্গুলি অন্যদিকে রেজ্জাক মোল্লাদের রাজত্ব দেখেছেন সাধারণ মানুষ। কিন্তু এখন এঁদের কারও দেখা নেই। তিনি বলেন, তৃণমূলের নেতাদের অবস্থা সিপিআইএমের নেতাদের থেকেও খারাপ হবে।

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, এরা যদি সন্দেশখালি থেকে শিক্ষা না নেয়, তাহলে এদের কোনও হুঁশ নেই। সভা থেকে তিনি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধন্যবাদ জানান, এদিনের কর্মসূচিকে সফল করার জন্য।

তিনি বলেন, ক্যানিংয়েও যে পরিবর্তন হতে চলেছে, তা এদিনের সভায় জনসমাগম থেকে পরিষ্কার। এরপর তিনি ক্যানিং পূর্বেও কর্মসূচিতে আসবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *