বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প। রিখটাল স্কেলে এর তীব্র ৭.৪। তাইপেই এবং হুয়ালিয়েন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটা আটান্ন-তে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরের কাছে বলে জানা গিয়েছে।

তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিমি দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। চিনের আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পরে ৪.৬ থেকে ৬.৫ মাত্রার অন্তত সাতটি আফটার শক হয়েছে।

তাইওয়ানের প্রধান শহরগুলিতে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি নিচে। যেহেতু এই ভূমিকম্প ভূপৃষ্ঠের কাছারাছি হয়েছে, তাই তার তীব্রতাও বেশি। তবে ভূমিকম্পের সঠিক মাত্রা বিশ্লেষণের পরে পরিবর্তিত হতে পারে।

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরে স্থানীয় মানুষজনকে ওকিনাওয়ার দক্ষিণ প্রিফেকচারের নিকটবর্তী অঞ্চলগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে জাপান। তাইওয়ানের এই ভূমিকম্পের পরে সুনামি সতর্কতাও জারি করা হয়। জাপানের আবহাওয়া সংস্থার তরফে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। জাপানের একটি অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের মিয়াকোজিমা দ্বীপ ও তাইওয়ানের কাছে থাকা জপানের অন্য দ্বীপগুলিতে ভূমিকম্পের পরেই উঁচু ঢেউ দেখা যায়।

এদিকে তাইওয়ানে এই ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বহু বড় বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের পরেই সেখানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *