বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) দেশে! মোট সাত দফায় নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেইমতো প্রথম দফার নির্বাচন হতে আর মাত্র কয়েকদিন বাকি। আর এই মধ্যেই সমস্ত ভিভিপ্যাট গণনার বিষয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ।

এমনকি এই বিষয়ে কমিশন এবং কেন্দ্রের কাছে জবাবও তলব করা হয়েছে আদালতের (Supreme Court) তরফে। বর্তমানে প্রতিটি বিধানসভায় মাত্র ৫টি ভিভিপ্যাট মেশিনের সঙ্গে মোট ভোট মিলিয়ে দেখা হয়। কিন্তু সমস্ত VVPAT স্লিপগুলিই গণনা করতে হবে। এমনই দাবি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে।

সম্প্রতি সেই মামলার শুনানি হয়। এবং শুনানি শেষে এই বিষয়ে কমিশন এবং কেন্দ্রের জবাব তলব করেছে শীর্ষ আদালত। এখন দেখার প্রত্যেকটি স্লিপ গণনার বিষয়ে কী বক্তব্য রাখা হয়। বলে রাখা প্রয়োজন, আইনজীবী অরুণ কুমার আগরওয়াল এই সংক্রান্ত মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। আর তা শুনানি হয় বিচারপতি বিআর গোভাই এবং বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে।

সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় আবেদনকারী আরও বলেন, অতিরিক্ত অফিসারদের নিয়োগ করলেই ভিভিপ্যাট গণনা সম্ভব। আর তা ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই করা সম্ভব বলেও আবেদনে জানান আইনজীবী অরুণ কুমার আগরওয়াল। শুধু তাই নয়, আইনজীবীর আরও দাবি, ৫,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচ করেছে ভিভিপ্যাট কেনার জন্য।
আর তাতে প্রায় ২৪ লাখ ভিভিপ্যাট কেনা হয়। কিন্তু যাচাই করা হয়েছে মাত্র ২০,০০০ ভিভিপ্যাট। এই বিষয়েও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন আইনজীবী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মামলার শুনানিতে বেশ কিছু সাংবিধানিক অধিকারের কথা তুলে ধরেন। অধিকারের কথা তুলে ধরে সওয়াল করেন আবেদনকারী আইনজীবী।

আদালত সবপক্ষের বক্তব্য শুনে এই বিষয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে জবাব তলব করে। আগামী ১৭ মে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তার আগে আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর তরফেও একই আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। যেখানে ভেরিফায়েড পেপার অডিট ট্রেল( VVPAT) খতিয়ে দেখার কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *