বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: ভারতীয় সংসদে সদস্য সংখ্যা ৫০৫ জন। তাঁদের অন্যতম কাজ হলো বিভিন্ন প্রয়োজনীয় প্রশ্ন করে সংসদকে সচল রাখা।

প্রতি বছর সংসদে কে কতগুলো প্রশ্ন উত্থাপন করলেন তার উপর নির্ভর করে ১০ জনের একটি তালিকা তৈরী করা হয়। আর এ বছর সেই তালিকায় ফার্স্ট বয় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গত পাঁচ বছরে সাংসদদের পারফরম্যান্স কেমন, তার তালিকা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর (ADR)। তাদের তালিকা অনুযায়ী, গোটা সংসদে প্রশ্ন করার নিরিখে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সাধারণভাবে এই প্রশ্নবাণ বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী শিবির থেকে করা হয়।

গত পাঁচ বছরের একটি তালিকা প্রকাশ করেছে এডিআর। সেখানে তারা ১০ সাংসদের নাম ও দল উল্লেখ করে তালিকা দিয়েছে। কতগুলি প্রশ্ন তারও উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে ৫০৫ জন সাংসদ গত পাঁচ বছরে ৯২২৭১টি প্রশ্ন করেছেন।১০ জনের তালিকায় শীর্ষে আছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পাঁচ বছরে ৫৯৬টি প্রশ্ন করেছেন তিনি। ১০ জনের তালিকায় সুকান্ত ছাড়া বাংলার কোনও সাংসদের নাম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *