বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: মিনিট কুড়ির ঝড়। তাতেই তছনচ গ্রামের পর গ্রাম। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ের তাণ্ডবে মারা গিয়েছেন কমপক্ষে ৫ জন।

আহত হয়েছেন প্রায় শতাধিক বাসিন্দা। খবর পেয়ে রাতেই জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুরবেলা কুণ্ডলীপাকিয়ে উঠেছিল ঝড়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সেই কুণ্ডলী পাকানো হাওয়া দাপিয়ে বেড়ায় গোটা এলাকায়। জলপাইগুড়, ময়নাগুড় এবং আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি গ্রাম কয়েক মিনিটের মধ্যে লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে মারা গিয়েছেন পাঁচ জন। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি তিনশতাধিক বাসিন্দা। চোখের সামনে শত শত বাড়ির চাল উড়ে গিয়েছে।

কয়েক মিনিয়ের মধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েকশো পরিবার। খবর পেয়ে রাতেই জলপাইগুড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান। কিন্তু নির্বাচনী বিধি লাগু থাকায় তিনি প্রকাশ্যে কিছু করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে প্রশাসন সবরকম সহযোগিতা তাঁদের করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে তাঁর নির্দেশে আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল তিনি গিয়েছিলেন জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছিলেন। আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ারে যাবেন তিনি। সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বলবেন। ঝড়ের তাঁণ্ডবে সেখানেও ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ। তাঁদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে। ঘরের চাল উড়ে গিয়েছে। এক রাতের মধ্যেই খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে তাঁদের।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ায় সরাসরি কোনও সাহায্যের কথা ঘোষণা করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে তিনি অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাঁদের অভাব অভিযোগ শোনার জন্য। পাঁচ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গিয়েছে তিন জেলার বিস্তীর্ণ এলাকা।

একাধিক বাড়ি ঘর তো ভেঙে গিয়েছে সেই সঙ্গে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে উদ্ধার কাজে। সকাল থেকেই তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কেটে এলাকা পরিষ্কার করার চেষ্টা করছেন। যেসব বাড়ির টিন উড়ে গিয়েছে সেগুলিকে সরিয়ে ফেলা হচ্ছে। একাধিক গাড়ি উল্টে গিয়েছে। ত্রিপলের নীচে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *