বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::রবিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে নামছে সিএসকে। অন্যদিকে, তৃতীয় ম্যাচে পয়েন্টের খাতা খুলতে মরিয়া দিল্লি।

প্রথম দুই ম্যাচ হেরে সূচনা লগ্নেই চাপে দাদার দল। রবিবার গতবারের রানার্সদের বিরুদ্ধে প্রথম পয়েন্টের সন্ধানে পন্থ ব্রিগেড।৯ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা ২ ম্যাচে একটিতেও জয় পায়নি। ০ পয়েন্ট ও -০.৫২৮ রান রেট ঋষভ পন্থের দলের। অন্যদিকে, ২টি ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিএসকে। ধোনিদের রান রেট +১.৭৯৭।

ডেভিড ওয়ার্নার ছন্দে রয়েছেন। তবু দিল্লির ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন রয়েছে। পন্থ প্রত্যাবর্তনের পর থেকে ব্যাট হাতে সেভাবে ছন্দ ফিরে পাননি। বোলিংও খুব একটা স্বস্তিদায়ক নয়। ইশান্ত শর্মার চোট, এই ম্যাচেও তাঁর খেলার আশা নেই। চোট সারিয়ে মাঠে ফিরতে প্রস্তুতঝাই রিচার্ডসন। দাগ কাটতে পারছেন না অনরিক নরখিয়া ও । শাই হোপও চোট পেয়েছেন। আগের ম্যাচে খেলতে পারেননি। ফলে দিল্লির খেলায় প্রভূত উন্নতি করতে হবে।

ম্যাচের আগে দিল্লি দলের কোচ পন্টিং বলেছেন, এই টুর্নামেন্টে এটা আমাদের দ্বিতীয় হোম ম্যাচ, আমরা জানি। এটা আগামীকাল হোম গ্রাউন্ডে ম্যাচ। আমরা এখানে আমাদের প্রথম দুটি ম্যাচ হেরেছি। এই টুর্নামেন্টে মূলত ঘরের মাঠে দল জিতেছে এবং আগামীকাল আমরা ঘরে খেলব এবং আমরা খেলাটি জিতব বলে আশা করছি।”
বিশাখাপত্তনমে এই ম্যাচে আরও একটা আর্কষণ আছে। ফের একসঙ্গে মাঠে থাকবেন ধোনি ও সৌরভ। যদিও সৌরভ এখন বসেন দিল্লির ডাগ আউটে। সিএসকের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। কিন্তু চেন্নাই দলের তিনিই তো নিউক্লিয়াস। ঋতুরাজ গাইকোয়াড় নেতৃত্বের দায়িত্বে থাকলেও ধোনিকে ঘিরেই আবর্তিত হচ্ছে সিএসকে দল। মাঠ হোক বা মাঠের বাইরে মাহিই সিএসকে দলের অঘোষিত নেতা।

ধোনিদের দলে চোট আঘাতের কোন সমস্যা নেই। তার উপর প্রথম দুই ম্যাচ জিচে আত্মবিশ্বাস নিয়েই নামছে সিএসকে। আইপিএলের ইতিহাসে দুই দল ২৯ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৯ বার জিতেছে সিএসকে, ১০ বার জিতেছে দিল্লি।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক),রাচিন রবীন্দ্র,অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল,, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি,মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), , দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান‌

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, রিকি ভুই অথবা পৃথ্বি শ, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েল,অক্ষর প্যাটেল, , কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুকেশ কুমার, অনরিখ নরখিয়া, ললিত যাদব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *