বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সূত্রের খবর, রবিবার নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই, একটি অসংরক্ষিত কামরায় দুর্গন্ধের আভাস পান সংশ্লিষ্ট যাত্রীরা ।
শেষ অবধি খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দুর্গন্ধের উৎস খোজা শুরু করে রেল পুলিশ। এবং শৌচালয় থেকে উদ্ধার হয় আনুমানিক ৩৫ বৎসর বয়সী এক যুবকের লাশ। ঘটনায় নিউ জলপাইগুড়ি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পদাতিক এক্সপ্রেস ,এমনটাই জানিয়েছেন ট্রেনের যাত্রী সাধারণ। পরবর্তীতে উদ্ধারকৃত লাশ নামিয়ে নিয়ে যায় রেল পুলিশ। এবং কলকাতা অভিমুখে রওয়ানা হয় ট্রেন ।
অন্যদিকে, উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় জানা না গেলেও যাত্রীসাধারণের অনুমান, মৃত যুবক সম্ভবত আলিপুরদুয়ারের বাসিন্দা। পুলিশ তদন্ত শুরু করেছে ।