বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে! জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আর এই সময় কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। এই মর্মে আজ শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব (AITMC)। আর এর মধ্যেই বিস্ফোরক দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)।


তাঁর দাবি, ভোটের মুখে এনআইএ’র (NIA) এসপির সঙ্গে গোপন বৈঠক করেছেন বিজেপির দুই নেতা। যেখানে গ্রেফতারের জন্য বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও তুলে দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতার (Kunal Ghosh)। আর তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে বিস্তারিত একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, এসপি ডি আর সিংহের নিউ টাউনের বাড়িতে একটি বৈঠক হয়। যেখানে দুজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের নামের তালিকা গ্রেফতারের জন্য তুলে দেওয়া হয়েছে।

এটা সত্যি না মিথ্যা তা এনআইএ ট্যাগ করে জিজ্ঞেসও করেছেন কুণাল। শুধু তাই নয়, পোস্টে আরও লিখছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকে এনআইএ নোটিশ পাঠিয়েছে। কালও আরও নোটিস যাবে। এমনকি এই সংক্রান্ত আরও একটি বৈঠক নিজাম প্যালেসেও হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। এমনকি আগামীকাল এনআইএ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হবে বলেও উল্লেখ।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল জানান, নির্দিষ্ট বেশ কিছু সূত্রে এই খবর তাঁর কাছে এসেছে। এই বিষয়ে এনআইএ’কে তদন্ত করে দেখারও আবেদন জানিয়েছেন। তৃণমূল নেতার কথায়, আগামীকাল শনিবার এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। বেশ কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরানোর চেষ্টা চলছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল নেতা।

আর এই বিতর্কের মধ্যেই ভুপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ৮ জন তৃণমূল নেতাকে ফের নোটিশ দিয়েছে এনআইএ। যদিও এর আগেও তাঁদেরকে নোটিশ দেয় তদন্তকারী সংস্থা। হাজিরা দেননি কেউ। ফের এই নোটিশ। যা খবুই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও কুনালের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, উনি আসলে জ্যোতিষী হয়ে গিয়েছেন। কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে। আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে। চাপে উনি ( পড়ুন -কুণাল ঘোষ) ভুল বলছেন বলেও দাবি করেছেন বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *