বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::লোকসভা ভোটের আগে ফের বিজেপির চমক। হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী যোগ দিলেন বিজেপিতে। অনেকেই জানেন না রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর পরিচয়। তিনিও কিন্তু রাজনৈতিক ব্যক্তি। লোকসভা ভোটের মুখে তাঁকে নিয়ে বড় চমক দিয়েছে বিজেপি।
হুগলি লোকসভা কেন্দ্রে এবার বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তারা প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেত্রী এবং টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে। দিদি নম্বর ১ রিয়েলিটি শোয়ের সুবাদে রচনা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে জনপ্রিয় বাংলার ঘরে ঘরে। বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারাতে রচনাকে প্রার্থী করে চমক দিয়েছে তারা।
এক কথায় হুগলি হয়ে উঠেছে দুই অভিনেত্রীর রণক্ষেত্র। দুজনেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। একজন রাজনীতিতে পুরনো আরেকজন সদ্য পা রেখেছেন। তবে প্রচারে কেউ কাউকে টেক্কা দিতে ছাড়ছে না। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অবশ্য দাবি করেছেন লড়াই মোদীজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে লকেট বা রচনা কেউ নেই।
এই রচনা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক তথ্য অনেকের কাছেই অজানা। যেমন তাঁর স্বামী কী করেন। রচনা বন্দ্যোপাধ্যায় কি ডিভোর্সি। শোনা যায় রচনার বিবাহ বিচ্ছেদ হয়নি। তবে তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন না। তাঁরা আলাদা থাকেন। কিন্তু কে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী সেটা রাজ্যের সিংহভাগ মানুষই জানেন না।
রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী আসলে ওড়িয়া সিনেমার অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। একসঙ্গে অনেক ওড়িয়া সিনেমা করেছেন তাঁরা। সেই থেকেই তাঁদের পরিচয় এবং প্রেম। রচনা-সিদ্ধান্তের একটি পুত্র সন্তানও রয়েছে। সেই সন্তান রচনার সঙ্গেই থাকে। নানা কারণে সিদ্ধান্তের সঙ্গে থাকেন না রচনা। তবে আইনি বিচ্ছেদ নাকি এখনও হয়নি।
অভিনেতা ছাড়াও সিদ্ধান্ত মহাপাত্রের আরেকটি পরিচয় রয়েছে। তিনি নাকি রাজনৈতিক নেতা। একটা সময়ে ওড়িশার শাসক দল বিজেডির সক্রিয় সদস্য ছিলেন এবং বিজেডির টিকিটে ২ বার সাংসদও হয়েছিলেন। কিন্তু এবার তিনি বিজেপিতে যোগ দিয়েছে। সূত্রের খবর গতকাল সিদ্ধান্ত বিজেপিতে যোগ দেন। শোনা যায় তাঁর সঙ্গে নাকি রচনার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপরে নাকি রচনা বন্দ্যোপাধ্যায় প্রবাল বসু নামে একজনকে বিয়ে করেছিলেন।