বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::মধ্য চৈত্র। আবহাওয়া নতুন নতুন খেলা দেখাচ্ছে। কখনো প্রবল ঝড় বৃষ্টি আবার কখনো বেশ গরম। মধ্যে দিন দুই পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয় নি।
দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। ওদিকে সপ্তাহের শুরু থেকেই মেজাজ হারিয়েছে তাপমাত্রা। একদিকে চড়বে পারদ, অন্যদিকে, বাংলায় বহু এলাকায় বর্ষণের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ থেকে দক্ষিণবঙ্গে সুচিত হবে আবহাওয়ার পরিবর্তন। আজ থেকেই ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে শনিবার রীতিমতো দুর্যোগ। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই অকাল বর্ষণ। আজ গোটা দক্ষিণবঙ্গেই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানুষ কিছুটা গরম থেকে বাঁচবে। যদিও এর পরেই দ্রুত গতিতে বাড়বে উষ্ণতা। আজ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এছাড়া বাকি জেলায় শুকনো থাকবে আবহাওয়া। এরপর শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহন্তে গোটা রাজ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। লাল মাটির দেশ পুরুলিয়া বাঁকুড়ায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে।
উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত ততটা পরিবর্তন হবে না। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংএ বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিও রবিবার, উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে দমকা হাওয়া। সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আরো কয়েকদিন উত্তরবঙ্গ মনোরম থাকবে।