বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে কুকথার রাজনীতি। বিজেপি-তৃণমূল পাল্লা দিয়ে একে অপরকে আক্রমণ করে চলেছেন। এবার অপপ্রচার এবং ভাবমূর্তিতে আঘাত হানার অভিযোগে লালবাজারে নালিশ ঠুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

তিনি অভিযোগ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে কুকথা বলে ভুল কতথ্য তুলে ধরে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই তালিকা বাম-কংগ্রেস-আইএসএফও রয়েছে।

গতকালই দিলীপ ঘোষকে এবং হিরণকে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তার পরেই সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষকে নিশানা করেন। এবং নির্বাচন কমিশনে গিয়ে নালিশ করেছিলেন তাঁরা। তারপরেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন।

দিলীপ ঘোষ পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিকবার আক্রমণ শানিয়েছেন। দিলীপের এই মন্তব্যের পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেছিুলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

একাধিক শাসক দলের নেতারা একাধিকবার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। সেকারণেই এবার সরাসরি লালবাজারে নালিশ ঠুকেছেন তিনি। রাজনীতির নামে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে শাসক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে ভুল খবর প্রচার করে তাঁর ভাবমূর্তিতে আঘাত হানা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *