বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ শাহজাহানকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারক।সন্দেশখালি কাণ্ডের নেজাট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানের দুটি পৃথক মামলা হয়েছে।
৮ নম্বর মামলায় ১২ দিনের জন্য জেল হেফাজত হলো। আর একটি ৯ নম্বর মামলায় ২ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের বিচারক। ফলে বৃহষ্পতিবার সিবিআইকে খালি হাতে ফিরতে হলো আদালত চত্বর থেকে।৮ নং কেস :
১) শেখ শাজাহান
২) মেহেবুর মোল্লা
৩) সুকমল সরদার কে ১২ দিনের এবং ৯ নম্বর কেসে ২ দিনের জেল হেফাজত অর্থাৎ আগামী ৯ এপ্রিল ফের এই ৩ জনকে আদালতে হাজির করা হবে। অন্য দিকে সন্দেশখালী থানার ৯ নম্বর কেসে ১)আইজুল শেখ,
২) এনামুল শেখ,
৩) হাজিনূর শেখ,
৪) সঞ্জয় মণ্ডল,
৫) আলি হোষেন ঘরামি,
৬) ফারুক আকুঞ্জি, ও
৭) সিরাজুল মোল্লা কে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২ এপ্রিল ফের তাদের বসিরহাট আদালতে হাজির করা হবে। শেখ শাজাহান সহ ১০ কে আদালতে হাজিরা করার জন্য ব্যাপক পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক কোম্পানী আধা সেনাও মোতায়েন করা হয়েছিল আদালত চত্বরে।