বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::বলিপাড়ায় ফের গোপনে বিয়ে। তপসী পান্নুর পর এবার গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থকে বিয়ে করেছেন তিনি। এমনই খবর শোনা যাচ্ছে। যদিও তাঁরা আনুষ্ঠানিক ভাবে কোনও কথা জানায়নি।
শোনা যাচ্ছে একটি মন্দিরে নাকি তাঁরা বিেয় করেছেন। অদিতি রাও হায়দারির সঙ্গে সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে তাঁরা নিজেরাই নিজেদের সম্পর্ককে বারবার গোপন করে গিয়েছেন। কিছুতেই প্রকাশ্যে আসতে দেননি।
এর আগেও অতিদির একবার বিয়ে হয়েছিল। তিনি রাজ পরিবারের মেয়ে। কিন্তু বিয়ে বেশি দিন কেটেনি। তারপরেই বিচ্ছেদ হয়ে যায়। তারপরেই দক্ষিণী ছবিতে অভিনয় শুরু করেন তিনি। সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক তখন থেকেই শুরু হয়। তবে সেটা গোপনই রাখতে চেয়েছেন তাঁরা।
সিদ্ধার্থ বলিউডেও বেশ কয়েকরটি ছবিতে অভিনয় করেছেন। তবে দক্ষিণী ছবিতেই তিনি বেশি স্বচ্ছন্দ বলে সেখানে ফিরে যান। অদিতি অবশ্য দুটি ছবিতেই কাজ করেছেন। এবং করছেন। বনশালির হীরামান্ডিতেও দেখা যাবে অদিতিকে। ইতিমধ্যেই তার প্রোমো প্রকাশ্যে এসেছে।
তারমধ্যেই বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তেলেঙ্গানার শ্রীরঙ্গাপুরম জেলার রঙ্গানায়কস্বামী মন্দিরে নাকি তাঁরা বিয়ে সেরেছেন। তবে এখনও তাঁরা সেই বিয়ের খবর জানাননি। রাজকুমার রাও এবং পত্র লেখার বিয়ের অনুষ্ঠানে প্রথম তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ২০২৩ সালে প্রথম ইনস্টাগ্রামে অদিতি হায়দারিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।