বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে মায়ের কাছে আর্শীবাদ প্রার্থনা করলেন বিজেপী প্রার্থী রাজু বিস্তা। তিনি কালীবাড়িতে গিয়ে আর্শীবাদ নিলেন মা কালীর।
তিনি জানালেন এই প্রাচীন কালীবাড়ির নাম আমি অনেক শুনেছি তবে সৌভাগ্য কাছ থেকে দেখার খুব একটা হয় নি।মায়ের কাছে এসে একটা আলাদা জোর পেলাম মনে। সাংসদ আসছেন শুনেই এলাকায় ভীড় জমে যায়। মন্দিরে আসা ভক্তরা পর্যন্ত দাড়িয়ে যান রাজু বিস্তার কাছে পৌছাবার জন্য। মন্দিরে এসে মাকে প্রনাম করে আর্শীবাদ নেন মায়ের। রাজু বিস্তার সাথে এসেছিলেন বিজেপীর শিলিগুড়ির বেশ কয়েকজন নেতৃত্ব। মন্দিরে বেশ কিছুক্ষন থাকার পরে বেরিয়ে যান সাংসদ রাজু বিস্তা। তিনি যাবার আগে বলে যান তিনি আবার আসবেন এখানে।