বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ দার্জিলিং এ জেলা সভাপতি পাপিয়া ঘোষ মনোনয়ন পত্র জমা করবার আগে মহাকালের মন্দিরে প্রার্থনা করলেন এবং পূজো দিলেন।
এদিন জেলা সভাপতি জানালেন এতদিন পরে আমাদের জয় নিশ্চিত হতে চলেছে। এটা নিয়ে কোনভাবেই সন্দেহ নেই। জেলা সভাপতি আরো জানালেন মহাকালের মন্দির প্রচণ্ডভাবে জাগ্রত আজকে তার কাছে আর্শীবাদ প্রার্থনা করে পূজো দিলাম। এতদিন যেটা করতে পারা যায় নি এবারে সেটা করতে হবে আমাদের। আমি নিজে আজকে ভগবানের কাছে প্রার্থনা করলাম। এদিন জেলা সভাপতি মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পুরোহিতের কাছে আর্শীবাদ নেন। এবং পূজোও দেন। এদিন জেলা সভাপতি এবং তার অনুগামীরা মহাকালের মন্দিরে চলে আসেন পূজো দিতে। পুরোহিতের আর্শীবাদ নেন এবং পূজো দেন। দার্জিলিং এর ঠান্ডা আবহাওয়ায় আজ সকাল থেকেই ছিল পতাকায় পতাকায় ভরা। নিজে প্রার্থী গোপাল লামাকে নিয়ে চলে আসেন জেলা সভাপতি, সাথে ছিলেন অনিত থাপা এবং তার অনুগামীরা। পাহাড়ের রাস্তাঘাট আজকে ছিল পতাকায় পতাকায় ছয়লাপ। প্রচুর পাহাড়ের মানুষ এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চলে আসেন রাস্তার উপরে। ভীড় ছিল দেখবার মতন।