বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: রেখা পাত্রের বিরুদ্ধে যে সন্দেশখালিতে পোস্টার পড়েছিল, সেখানেই দেখা গেল ভিন্ন চিত্র। এদিন তাঁকে সেখানে বিপুলভাবে স্বাগত জানানো হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের মুখের ভাষা নিয়ে সরব হয়েছেন।

 

মঙ্গলবার তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের লড়াইয়ে সাহস জুগিয়েছিলেন। আর বুধবার থেকে সন্দেশখালিতে প্রচারে নেমে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপি প্রার্থীকে ঘিরে এদিন সন্দেশখালিতে তীব্র উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এব্যাপারে মন্তব্য করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সন্দেশখালির মহিলারা ‘শক্তি স্বরূপ’ রেখা পাত্রকে বিপুলভাবে স্বাগত জানিয়েছেন। সন্দেশখালির বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাস আসন্ন গেরুয়া ঢেউয়ের স্পষ্ট ইঙ্গিত যা আসন্ন নির্বাচনে গেরুয়া সুনামিতে রূপান্তরিত হবে।

তিনি আরও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশীর্বাদ করেছেন এবং বলেছেন বসিরহাটের প্রার্থী রেখা পাত্র একটি মুখ, আসল লড়াইটা সম্মিলিতভাবে লড়ছেন সন্দেশখালির মহিলারা।

এদিন অপর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদের মুখের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে থাকা ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) স্থানীয় তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে বলতে শোনবা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তার নেড়ি কুকুর। সে ঘেউ ঘেউ করছে।

এব্যাপারে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ ২ নং ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা ‘ভাইপো’-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। কী ভাবে তিনি অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।

শুভেন্দু অধিকারী লিখেছেন, ভোট ঘোষণা হওয়ার পর আদর্শ আচরণবিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। কিন্তু তোলামুল কোম্পানির এই সব নেতাদের মুখ নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরণবিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রমাণ স্বরূপ তাঁর কাছে রয়েছে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।
এব্যাপারে শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের এই বিষয় গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। যে সময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের কারণে নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছে, সেই সময় শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *