বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের অস্বস্তি বাড়াচ্ছে নির্বাচনী বন্ড! ইতিমমধ্যে নির্বাচনী বন্ডকে অসংবিধানিক বলে ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট।

এবার এই ইস্যুতে মুখ খুললেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পারাকালা প্রভাকর।

তাঁর কথায়, শুধু ভারত নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট বিজেপি নেতৃত্ব। যদিও এহেন মন্তব্যের পরেই ময়দানে বিরোধীরা।

এই প্রসঙ্গে প্রখ্যাত অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর এক সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচনী বন্ড খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এমনকি এই ইস্যুতে শাসকদল বিজেপি বড় ধাক্কা খেতে চলেছে। যত দিন গড়াবে এই ইস্যু নিয়ে তত বেশি তোলপাড় হবে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী।
তাঁর কথায়, এখন সবাই বুঝতে পারছে, শুধু ভারত নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। আর সেই কারণেই ভোটাররা এই সরকারকে শাস্তি দেবেন বলেও চাঞ্চল্যকর মন্তব্য অর্থনীতিবিদের। খোদ অর্থমন্ত্রীর এহেন মন্তব্য অস্বস্তি বেড়েছে মোদী সরকারের।

অর্থমন্ত্রীর স্বামী পারাকালা প্রভাকর একজন সুপরিচিত অর্থনীতিবিদ। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধপ্রদেশ সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি কমিউনিকেশন অ্যাডভাইজার হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। দীর্ঘ জীবনে অর্থনীতি নিয়ে পারাকালা প্রভাকরের একাধিক বই রয়েছে। যা যথেষ্ট জনপ্রিয়।

বলে রাখা প্রয়োজন, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরমে ১৯৫৯ সালের ২ রা জানুয়ারি জন্ম হয় প্রভাকরের। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। ভালোবাসতেন অঙ্ক করতে। যদিও ১৯৯১ সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সে অধ্যয়ন করেন।

নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশের একাধিক সংস্থা এবং ব্যক্তিগত স্তরেও দেশের রাজনৈতিক দলগুলিকে 1,27,69,08,93,000 টাকা দান হিসাবে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত তথ্য প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেই তথ্য একেবারে চমকে দেওয়ার মতো।

তথ্য অনুসারে, রাজনৈতিক দলগুলি পাঁচ বছরে মোট ২০,৪২১ টি নির্বাচনী বন্ড নগদ করেছে। তবে গত কয়েক বছরে সবথেকে বেশি বন্ড পেয়েছে বিজেপি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একযোগে বাংলায় বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বাম এবং কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *