বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুর নিগমের ২৬,৬৫,০০০.০০ টাকা অর্থানুকূল্যে ২২ নং ওয়ার্ডের রথখোলা মাছ বাজারের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন ।
৬০ টি স্টল, একটি মার্কেট অফিস এবং পাবলিক টয়লেট সহ এই মাছ বাজার খানি নির্মাণ করা হবে ।মেয়র জানালেন এই বাজারের পরিকল্পনা আমাদের ছিল অনেক দিন আগের থেকেই কিন্তুু নানান সময়ের অভাবে আমাদের সম্ভব হয়ে উঠছিল না এই কাজটা শেষ করার। মাছ বাজারে সব ধরনের মানুষ আসেন, আমাদের উচিত এই ধরনের বাজারের সংষ্কার আগের থেকেই করা। আমাদের নির্দষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে। বাজারের সংষ্কার করার প্রয়োজন আছে অবশ্যই। তবে সঠিকভাবে তার রুপায়ন করতে না পারলে এই অবস্থার মধ্যে পড়তে হবে। এদিন মেয়র ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বোরো চেয়ারম্যান এবং কাউন্সিলারেরা। মেয়র জানান সময় হলে এই বাজারের আধুনিকী করন করা হবে। আমাদের দরকার পরিকল্পনা করে কাজে হাত দেওয়া। আমরা এই বাজারে একটি চায়ের দোকান এবং একটি অফিস তৈরী করা হবে কারন বাজারে দুটি জিনিসের প্রয়োজন প্রচণ্ডভাবে। আর শীত আসছে চায়ের দোকানের প্রয়োজন আছে অবশ্যই। যা যা দরকার হবে আমি চেষ্টা করব সব কিছু করবার, বলে জানালেন মেয়র।