বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালেই ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড হয়েছে উত্তম সর্দার ।রাতেই খবর এল, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সন্দেশখালি থানার পুলিশ উত্তম সর্দারকে গ্রেফতার করে।
ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, উত্তম কি এতদিন পুলিশের নিরাপত্তায় ছিলেন? তৃণমূল সকালে সাসপেন্ড করল। তাই কি এই গ্রেফতারি? কেন এখনও শেখ শাহজাহান, শিবু হাজরা অধরা, সে প্রশ্নও উঠছে।