বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: প্রথম দফার ভোটের (Lok Sabha Election 2024) এক মাসও বাকি নেই! আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে ভোট হবে সেদিন। আর এই লোকসভা নির্বাচনের আবহে নারদ কাণ্ডে তৎপর হল সিবিআই (CBI)। এই মামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে একাধিক শাসকনেতার।

এমনকি বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে। যা নিয়ে লাগাতার বিজেপিকে আক্রমণ শানায় শাসকদল তৃণমূল। আর এই মামলায় বুধবার ম্যাথু স্যামুয়েলকে (mathew samuel) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সাংবাদিক হিসাবে নারদ ‘স্টিং অপারেশন’টি (Narada sting operation) করেন ম্যাথু স্যামুয়েল। আর সেই ‘অপারেশন’ হয় ২০১৪ সালে। গোপন ক্যামেরায় তোলা ছবিতে তৎকালীন সাংসদ মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূলের নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা যায়।

এমনকি গোপন ক্যামেরায় টাকা নিতে দেখা হাত তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। যদিও পুরো বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। রাজনৈতিক ফায়দা তুলতেই এই স্টিং অপারেশন (Narada sting operation) করানো হয় বলেও অভিযোগ করেন। যদিও ২০১৬ সালে গোপন এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই একেবারে হৈচৈ পড়ে যায়।

অস্বস্তিতে পড়ে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনায় ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারও করে তদন্তকারী সংস্থা। যদিও পরে জামিনও পেয়ে যান তাঁরা।
আর এই ঘটনার (Narada sting operation) প্রায় কয়েক বছর কেটে গিয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের এই বিষয়টি নিয়ে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা। ফের ম্যাথু স্যামুয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল। আগামী ৪ এপ্রিল তাঁকে ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে।

সূত্রের খবর, নারদ কেলেঙ্কারিতে নতুন করে একাধিক তথ্য হাতে এসেছে। বেশ কিছুও নথিও সিবিআইয়ের হাতে এসেছে বলে খবর। আর সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ম্যাথু স্যামুয়ালকে তলব বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।যদিও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর আগেও একাধিকবার ম্যাথুকে (mathew samuel) তলব করা হলেও তিনি হাজিরা দেননি। শেষমেশ হাজিরা দেন কিনা সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *