বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে নোটিশ নিজেরই দলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে নোটিশ দিয়েছে দল। দলের তরফে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশই করা হয়নি, তার কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন, দিদি গোয়ায় গিয়ে বলেন, তিনি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন তিনি ত্রিপুরার মেয়ে। আসলে উনি আগে বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।

দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস বুধবার বেলায় এগারোটায় দশ সদস্যের প্রতিনিধিদল নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনে। মুখ্যমন্ত্রীকে কিরুচিকর আক্রমণ করা নিয়ে তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইবে। মঙ্গলবার দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, বিজেপিতে নারীদের যে সম্মান নেই, তা দিলীপ ঘোষের কথাতেই স্পষ্ট।

বিষয়টি নিয়ে বিতর্ক বৃদ্ধিতে সতর্ক বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এব্যাপারে দিলীপ ঘোষকে নোটিশ জারি করে বলা হয়েছে, তাঁর এই বক্তব্য অশোভন এবং অসংসদীয়। এটা বিজেপির ঐতিহ্যের পরিপন্থী। দল এই ধরনের বক্তব্যকে নিন্দা করে বলেও জানিয়ে দেওয়া হয়।
দিলীপ ঘোষকে পাঠানো দলের তরফে জারি করা নোটিশে বলা হয়েছে, দলের সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুসারে, যত তাড়াতাড়ি সম্ভব এব্যাপারে ব্যাখ্যা ও ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়েও বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে বলেছেন কীর্তি আজাদ এসেছেন দিদির হাত ধরে, কিন্তু তাঁর পা কাঁপছে। কীর্তি আজাদকে তাঁর নিজের লোকজনই নিজের থেকে দূরে ঠেলে দেবে। তিনি আরও বলেছেন, বাংলার মানুষ কখন তাঁদের তাড়িয়ে দেবে তা কেউ টের পাবে না। তারপরেই দিলীপ ঘোষ ওই বিতর্কিত মন্তব্যটি করেন।

দিলীপ ঘোষ এর আগেই বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবারের নির্বাচনের মরশুমে তাঁর এই ধরনের মন্তব্য এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *