বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:
১) রাজনৈতিক প্রচারমূলক নিউজ করা যাবে না।
২) পেড নিউজ করা যাবে না।
৩) কারো বক্তব্য তুলে ধরে ভায়োলেন্স ছড়ানো যাবে না।
৪) কোন দলের প্রচারকে নিউজ আকারে প্রকাশ করে দলের প্রচার করা যাবে না।
৫) কোন দলের প্রচার বিজ্ঞাপন রূপে চালানো যেতেই পারে তার জন্য এমএস ই ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। তার জন্যে DICO সাথে যোগাযোগ করতে হবে।
৬) বিশেষ করে পোর্টাল চ্যানেল দের জন্য বিশেষ সতর্কবার্তা। ফেক নিউজ, পেড নিউজ, প্রচার মূলক নিউজ ভুলেও করবেন না, সমস্যায় পড়তে পারেন আপনি।
৭) নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রুলস রেগুলেশন অনুযায়ী এই কথাগুলো জেলা দপ্তর থেকে জানানো হলো।
৮) নির্বাচনের সমস্ত ব্যাপার লাইভ চালানোর সময় ও সতর্ক থাকতে হবে।
৯) কোনরকম ভায়োলেন্স, রাজনৈতিক হিংসা, জাতিভেদ ইস্যু বক্তব্য সরাসরি তুলে ধরা যাবে না।
১০) ভোটের দিনের ৪৮ ঘন্টা আগে রাজনৈতিক খবর বন্ধ রাখতে হবে।