বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:

কোন কেন্দ্রে কে প্রার্থী?

মালদা উত্তর: আইএসএফ প্রার্থী মহম্মদ সোহেল
জয়নগর: আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার

মুর্শিদাবাদ: আইএসএফ প্রার্থী হাবিব শেখ
বারাসাত: আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
বসিরহাট: আইএসএফ প্রার্থী মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা
মথুরাপুর: আইএসএফ প্রার্থী অজয়কুমার দাস
শ্রীরামপুর: আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিক
ঝাড়গ্রাম: আইএসএফ প্রার্থী বাপি সোরেন
১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর, হুগলি, তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব,আসানসোল এবং আলিপুরদুয়ারে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস । অধীর চৌধুরি জানান, ‘বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, পুরুলিয়া, বীরভূমে প্রার্থী দেবে কংগ্রেস। পুরুলিয়ায় নেপাল মাহাতো, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন সহ ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর চৌধুরীর। এর আগে সূত্র মারফত জানা যায়, কংগ্রেসকে ১০ থেকে ১২টি এবং ISF-কে তিনটে আসন ছাড়তে পারে বামেরা। ডায়মন্ড হারবার, বারাসাত ও উলুবেড়িয়ার মধ্য়ে ২টি আসন নৌশাদ সিদ্দিকির দলকে ছাড়া হতে পারে। আর এবার প্রথম দফায় ৮ আসনে প্রার্থী ঘোষণা করল ISF।

ISF-এর প্রার্থী তালিকায় যদিও নেই ডায়মন্ড হারবারের নাম। অতীতে একাধিকবার ডায়মন্ডহারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন খোদ নৌশাদ সিদ্দিকি। দিনকয়েক আগে ভাঙড়ের বিধায়ক বলেন, “দলের একটা গঠনতন্ত্র আছে। সেখানে আলোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে মত দিচ্ছে। চূড়ান্ত ফয়সালা হয়নি। জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। সংযুক্ত মোর্চা ছিল। এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবে কি রাখবে না বামেদের ওপর নির্ভর করছে। আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি। লেফট কী করবে দেখা যাক।বিজেপিকে হারানো, তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চায় কী চায় না, লেফটের ওপর নির্ভর করছে।’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *