বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজকেই এসেছিল ছেলেমেয়েদের ইষ্কুলের ঐতিহ্যবাহী পোশাক নীল সাদা। কিন্তুু তাদের পছন্দ নয় ওই ড্রেস তাই ফিরিয়ে দিলেন তারা ওই ড্রেস। তাদের বক্তব্য তাদের সাদা এবং মেরুন পোশাক ঐতিহ্যবাহী পোশাক। তাই তারা ওই পোশাক মেনে নিতে পারেন না। যদি নেন তবে তাদের আগের পোশাকের অপমান করা হবে।

 

 

তারা জানালেন এতদিন যে পোশাক পড়ে তাদের ছেলেমেয়েরা ইষ্কুলে যাচ্ছিলেন এখনও তারা সেই পোশাকেই যেতে চান ইষ্কুলে। তাই সরকারের দেওয়া নীল এবং সাদা পোশাক তারা একেবারেই মানতে পারছেন না। তাই তারা জানিয়েছেন এই পোশাক তারা নিতে পারবেন না। এদিন শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের গেটের বাইরে অভিভাবকেরা পোশাক নিয়ে দাড়িয়ে থাকেন। এদিন শীতের সকালে সব কাজ ছেড়ে সমস্ত অভিভাবকেরা ইষ্কুলের গেটের বাইরে হেড মিষ্ট্রেসের জন্য অপেক্ষায় ছিলেন। হেড মিষ্ট্রেস আসলে তারা তাদের ক্ষোভের কথা জানান তাকে। উত্তরে হেড মিষ্ট্রেস জানান তিনি সব বুঝছেন, এটা খুবই স্পর্শকাতর বিষয় এর সাথে ইষ্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের স্মৃতি জড়িয়ে আছে। তবে এটা সরকারি ইষ্কুল এবং সিদ্ধান্ত পুরোপুরি সরকারের, তাই তার এই ব্যাপারে কিছুই করবার নেই। তিনি বিষয়টি ইষ্কুল শিক্ষা দপ্তরে জানাবেন বলে জানান। এদিন অভিভাবক দের সমর্থনে এগিয়ে আসেন স্থানীয় মানুষ।তাদের বক্তব্য এইভাবে কোনকিছু কারো উপরে চাপিয়ে দেওয়া যায় না তা সে যেই হোক না কেন। সরকারের কখনোই উচিত নয় এইভাবে কারো উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *