বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ চ্যাম্পিয়ন হলো টিম ব্যাঙ্গালোর। সেই দলের উইকেট রক্ষক ছিলেন ভারতীয় দলের সদস্য রিচা ঘোষ।
ঘরের মেয়ে শিলিগুড়িতে ফিরতেই সম্বর্ধনা জানালো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। রিচা শিলিগুড়িতে আসতেই তাকে অভিনন্দন জানান শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্তা। রিচার হাতে তুলে দেওয়া হয় পুস্পস্তবক এবং মিষ্টির প্যাকেট। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বেশ কয়েকটি ক্রিকেট কোচিং ক্যাম্পের শিক্ষার্থীরা। রিচা জানান এত কিছুর পরে শিলিগুড়িতে আসতে সত্যি ভালো লাগে। সামনে আবার বড় সফর তাই নিজেকে অনেক দিক থেকে তৈরী রাখতে হবে। তার আগে শিলিগুড়ি এসে বিশ্রাম নেওয়াটা অনেকটাই অষ্কিজেনের কাজ করবে বলে জানান রিচা।