বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গার্ডেনরিচ কাণ্ডের পর এবার তৎপর বেআইনি নির্মাণ নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট।
বেআইনি নির্মাণে আগে ১ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছিল। সেটার পরিমাণ বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, যাঁরা ১ লক্ষ টাকা জরিমানা দিতেও দেরি করছেন তাঁরা আর পার পাবেন না।
গত সোমবার থেকে কলকাতা শহরে তোলপাড় চলছে গার্ডেনরিচ কাণ্ড নিয়ে। বেআইনিভাবে ভেঙে পড়া বহুতল ভেঙে পড়ে ঝুপড়ির উপরে ভেঙে পড়ে বহুতলটি। তাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও একজন আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে দমকল সহ একাধিক উদ্ধারকারী কাজ চালাচ্ছে।