বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকেই বাংলার আকাশ যেন ডুব দিয়েছে নিশ্ছিদ্র অন্ধকারে। আর সেই সাথে রিমঝিম ধারায় চলছে অবিরাম বৃষ্টি। শহর কলকাতায় তো বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই।
কমবেশি একই হাল গোটা রাজ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
পূর্বাভাস, কেবল বুধবার নয়, একই হাল থাকবে বৃহস্পতিবার। বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার তাণ্ডব দেখবে উত্তর থেকে দক্ষিণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ তারিখ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। শনিবারও ঝেঁপে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও।
হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। এই অকাল বৃষ্টির কারণে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। সবে মিলিয়ে আবহাওয়ার এই খামখেয়ালীপনায় রীতিমত নাজেহাল বঙ্গবাসী। আর কতদিন চলবে এই আবহাওয়ার মুড স্যুইং?