বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী– জলপাইগুড়ি জেলা লোকসভা কেন্দ্রের ড. নির্মলচন্দ্র রায় এবং দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের গোপাল লামা -র সমর্থনে নির্বাচনী পদযাত্রা, দেওয়াল লিখন, কর্মিসভা এবং নির্বাচনী সভা শুরু করে দিল তৃণমূল।
মেয়র গৌতম দেব নিজেও দেওয়াল লিখতে শুরু করে দিলেন। তার পরে তার সাথে সাথে তার অনুগামীরাও দেওয়াল লিখতে শুরু করে দেন। এদিন মেয়র জানান আমাদের দল আগেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। আমাদের প্রচারটা ঠিকঠাক করতে পারা যায় সেই শুরু হবে আমাদের জন্য। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা। মেয়র নিজেও বেশ কয়েকটি দেওয়াল নিজে নিজেই লিখতে শুরু করে দেন। তিনি জানান প্রার্থীকে সব জায়গাতে যেতে হচ্ছে, তাই সব জায়গাতে উপস্থিত থাকতে পারছেন না। তাই আমাদের সবাইকে কাজ ভাগ করে নিতে হবে বলে জানালেন মেয়র।