বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনের তারিখ ঘোষনা হয়ে গেছে। এবার শুরু হয়ে যাবে প্রচার, তাই প্রচার শুরু করবার আগে ইশ্বরের কাছে প্রার্থনায় মেয়র গৌতম দেব। আজ তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে যান সেখানে গিয়ে আর্শীবাদ প্রার্থনা করেন ঠাকুরের কাছে।
মেয়রের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক। এদিন মেয়র জানালেন প্রতিবছরই ভোটের আগে মন্দিরে গিয়ে পূজো দিয়ে প্রচার কার্য শুরু করি। আজকে আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে মেয়র পূজো দেন এবং প্রার্থনা করেন। এদিন মেয়র জানান আমি প্রচণ্ডভাবে ইশ্বরের বিশ্বাসী। তাই কোন কাজ করবার আগে ভগবানের কাছে প্রার্থনা করে নিলে সেই কাজের ফলাফল ভালো হয়। আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম যেন এবারে আমরা সফল হই। মা আমাদের দেখবেন বলেও জানান মেয়র। মেয়র জানান তৃণমূল কংগ্রেস মা মাটি এবং মানুষের সরকার তাই মানুষের কাছে যেতে হবে আমাদের, তাই আপাতত সেই কাজটিই ভালোভাবে করি, বলে জানালেন মেয়র।