বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী শিলিগুড়ি গোয়েন্দা বিভাগ এবং এনজিপি থানার যৌথ অভিযানে কোচবিহারের দিনহাটার মোফাজ্জুল হুসেন এবং বিমান দেবনাথ নামে দুই ব্যক্তি, যারা কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে একটি মারুতি সুইফ্ট গাড়িতে করে যাচ্ছিলেন, NJP P.S-এর অধীনে জটিয়াখালীতে আটক করা হয়েছে।
এনডিপিএস আইন অনুসরণ করে আটক ব্যক্তি ও গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বাজার মূল্য ৩০ লাখ টাকা।
এনজিপি থানায় NDPS আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। গোটা ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশের পক্ষ থেকে।