বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘোষনা হতেই জলপাইগুড়িতে প্রচারে নেমে পড়লেন সিপিএমের কর্মী এবং সমর্থকেরা। গতকাল থেকেই শুরু হয়ে যায় সিপিএমের মিছিল, উপস্থিত ছিলেন সিপিএমের কর্মী এবং সমথকেরা।
জলপাইগুড়িতে একেবারেই ভাল জায়গাতে নেই সিপিএম, তাই হারিয়ে ফেলা জায়গা উদ্বারে নেমে পড়লেন সিপিএমের কর্মী এবং সমর্থকেরা। এদিন মিছিলটি পুরানো করোলা নদীর পাশ থেকে শুরু হয়ে শেষ হয়ে যায় কদমতলা বাস ষ্ট্যান্ডের সামনে। এবারে জলপাইগুড়ি সিপিএমের হবে বাড়িতে বাড়িতে গিয়ে এই বার্তা পৌছে দিচ্ছেন সিপিএমের কর্মী এবং সমর্থকেরা। অনেকেই মনে করছেন এবারের নির্বাচনে জীততে না পারলেও সিপিএম এবারে ভালো বেগ দেবে বিজেপী এবং তৃণমূল কংগ্রেসকে। ভোটের ফলাফল দেখলেই সব বুঝতে পারবেন বলে জানাচ্ছেন সিপিএমের কর্মী এবং সমর্থকেরা।