নিজস্ব সংবাদাতা,উলুবেড়িয়া: নিখোঁজ উলুবেড়িয়ার সাংসদ,সন্ধান দিতে পারলেই ৫ লক্ষ টাকা পুরস্কার!এমনই চমকপ্রদ পোস্টার পড়ল শহর উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকায়।তবে পোস্টার কাণ্ডে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল।

আসন্ন লোকসভা নির্বাচনে সাজদা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। এরই মাঝে তাঁর নামে নিখোঁজ পোস্টারের ঘটনায় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।শুক্রবার সকালে হাওড়া গ্রামীণ এলাকার একাধিক জায়গায় দেখা যায় সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে পোস্টার। যেখানে লেখা, ‘নিখোঁজ সাজদা আহমেদ। সন্ধান দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার!তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। এই ঘটনায় বিজেপি হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণ উদয়পাল চৌধুরী জানান,সাংসদ হওয়ার পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি।এমনকি সাংসদ-কে ‘পরিযায়ী পাখি’ বলেও কটাক্ষ করেন!তিনি আরও বলেন,উলুবেড়িয়া লোকসভার মানুষ এই সাংসদকে আর ভোট দেবে না! পোস্টার কাণ্ডে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, “কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে। তবে এটা আমাদের দলের লোকের কাজ নয়। বিরোধীরা এই পোস্টার লাগিয়ে বাজার গরম করতে চাইছে। কিন্তু এটাও সত্য আমাদের সাংসদ এখনো প্রচারে নামেননি। তিনি হয়তো মনে করেছেন বিরোধীশূন্য মাঠ তাই গা ঘামাচ্ছেন না। তবে শীঘ্রই তিনি প্রচারে নামবেন।”প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হন সুলতান আহমেদ। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের উপনির্বাচনে এই কেন্দ্রে দলের টিকিটে বিপুল ভোটে জয় পান সাজদা আহমেদ। এর পর ২০১৯ লোকসভা নির্বাচনেও বিজেপির তারকা প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন সাজদা। এবারেও তাঁকে ওই কেন্দ্র থেকেই টিকিট দিয়েছে দল। তবে প্রচারে নামার আগে এহেন পোস্টারে কিছুটা হলেও অস্বস্তিতে ঘাসফুল শিবির!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *