বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ আলোচনা শেষে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে সিপিআইএম (Cpim Candidate list) রাজ্য দফতর থেকে প্রথম দফায় রাজ্যের ১৬ টি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ফ্রন্টের তরফে।
একাধিক তরুণ এবং নতুন মুখকে তালিকায় জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুজন চক্রবর্তীর মতো বর্ষীয়ান বামনেতাকে প্রার্থী করা হয়েছে দমদম লোকসভা আসন থেকে। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন এবার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন যথাক্রমে নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল কৈবর্ত্য।
তরুণ আইনজীবি ও সিপিআইএম নেতা ও স্বচ্ছভাবমূর্তির মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে নীলাঞ্জন দাশগুপ্তের। বাঁকুড়া শহরের নতুনগঞ্জের বাসিন্দা নীলাঞ্জন দাশগুপ্ত ২০১২-র বিধানসভা উপনির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দিতা করেছিলেন। যদিও সেবার তিনি হেরে যান।
এবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) ফের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সেই নীলাঞ্জন দাশগুপ্তেই আস্থা রেখেছে বামেরা। অন্যদিকে শিক্ষক নেতা শীতল কৈবর্ত্যকে এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) প্রার্থী করেছে সিপিআইএম।
জয়পুরের গেলিয়া গ্রামের বাসিন্দা ও রাজগ্রাম হাই স্কুলের শিক্ষক, পাশাপাশি সিপিআইএম নেতা হিসেবে ওই এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তাঁর। এবার স্বচ্ছ ভাবমূর্তির মানুষ বিষ্ণুপুর এলাকায় তাঁর জনপ্রিয়তা যথেষ্ট বলেই খবর। আর সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে আলিমুদ্দিনের ম্যানেজাররা।
যদিও একসময় বামদুর্গ বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে শেষ হাসি কে হাসে সেদিকেই নজর সবার। অন্যদিকে আসানসোল লোকসভা (Lok Sabha Election 2024) আসনে প্রার্থী করা হয়েছে জাহানারা খানকে। কয়লা অঞ্চলে ছোট থেকে বড় হওয়া তাঁর। ধীরে ধীরে স্কুল কলেজ থেকে রাজনীতিতে যুক্ত হন।
পরে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন, এমনকি জাহানারা খানের পিতা কয়লা খনির শ্রমিক ছিলেন। পাশাপাশি জাহানারা খান ২০১১ থেকে ১৬ এবং ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা দু’বারের বিধায়ক ছিলেন বর্তমানে তিনি রাজ্য সভানেত্রী। বলে রাখা প্রয়োজন, আসানসোল লোকসভা আসনের দিকে এবার নজর থাকবে গোটা বাংলার।
এই কেন্দ্র থেকে প্রথম ভোজপুরি অভিনেতা পবন সিংকে প্রার্থী করে বিজেপি। যদিও বিতর্কে নাম তুলে দেন। এরপর থেকে ওই কেন্দ্রে কাউকে বিজেপি প্রার্থী করেনি। ইতিমধ্যে আসানসোল লোকসভা আসন থেকে শত্রুঘ সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল।