বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অর্জুন এখনও বিজেপি সাংসদ। কোন দলে যাবে সেটা ওঁর সিদ্ধান্ত’। ব্যারাকপুরে অর্জুন কাণ্ডে একেবারে ইতি টেনে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যারাকপুর কেন্দ্রে টিকিট না পেয়ে শাসক দলকে এক হাত নিয়েছিলেন অর্জুন। প্রকাশ্যে পার্থর সঙ্গে লড়াইয়ের তোপ দেগে দিয়েছিলেন অর্জুন সিং।
দল তাঁকে বেইজ্জত করে ভাল করেনি এই হুঁশিয়ারি রীতিমতো সংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন বিদ্রোহী অর্জুন। তৃণমূল কংগ্রেস তাঁকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। তবে তিনিও হাল ছাড়তে রাজি নন। পার্থকে এক ইঞ্চি জায়গা তিনি ব্যারাকপুরে ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
রাতারাতি তাঁর দফতর থেকে সরিয়ে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলে তিনি থাকবেন না বলেই সাফ জানিয়েছেন। তবে এখনই দল ছাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। আবার বিজেপিতে যাবেন কিনা তা নিয়েও কোনও সিদ্ধান্ত তিনি এখন নিতে চাইছেন না বলে জানিয়েছেন। আপাতত তাঁর রাজনৈতিক অবস্থান যে দোদুল্যমান তাতে কোনও সন্দেহ নেই।
তবে পার্থর বিরুদ্ধে তিনি যে ব্যারাকপুরে প্রার্থী হবেন সেটা ঘোষণা করে ফেলেছেন। তবে বিজেপির হয়ে না শেষে নির্দল হিসেবে প্রার্থী হবেন সেটা এখনও স্পষ্ট নয়। কারণ বিজেপি তাঁকে এখনও নেয়নি। শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি তাঁকে ফিরিয়ে নেবে কিনা সেটা দিল্লি ঠিক করবে তিনি খুব বেশি হলে আরক্জি জানাতে পারেন মাত্র। এই দোদুল্যমান পরিস্থিতিতে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নিজেই অর্জুন সিংকে ঝেড়ে ফেলে দিলেন।
অভিষেকের হাত ধরে বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। কিন্তু বিজেপি সাংসদের পদ থেকে পদত্যাগ করেননি তিনি। তাই আর মমতাও এবার তাঁকে গুরুত্ব দিতে নারাজ। উল্টে অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে জেতানোর জন্য তোরজোর শুরু করে দিয়েছেন তিনি। শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছেন পার্থ ভাল ছেলে তাঁকে জেতাতে হবে।