বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নতুন করে আবার সন্দেশখেলিতে ইডির আধিকারিকরা। শেখ শাজাহান তো ইডির হাতে। কিন্তু ছড়িয়ে থাকা তার অজস্র ডাল-পালা এখনও ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালি। এবার সেদিকে নজর ইডির।

বৃহস্পতিবার সকালে সেখানকার একাধিক জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। প্রথমজন রিন্টু মোল্লা, দ্বিতীয় জন হলেন আইনুর মোল্লা ও তৃতীয় জন জামালউদ্দিন মোল্লা। জানা গিয়েছে, আইনুর ও জামালউদ্দিন মোল্লা সম্পর্কে দু’জন ভাই। অপরদিকে, রিন্টু হলেন শেখ শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজারের শ্যালক। জানা গিয়েছে, আহিনুর ও জামালউদ্দিন মোল্লার সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক যথেষ্ঠ ঘনিষ্ঠ ছিল। এ দিন, ইডি-র তল্লাশি অভিযান শুরু আগে থেকেই সন্দেশখালির মূল রাস্তা ঘিরে ফেলে বাহিনী। নদীর পাড়ও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। ইডি সূত্রে জানা যাচ্ছে, শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলায় তদন্তের জন্যই নাকি সেখানে হানা দিয়েছেন গোয়েন্দারা। খবরে প্রকাশ শাজাহানের মাছের ব্যবসার সঙ্গে যুক্ত বেশ কিছু মাছ ব্যবসায়ীর সন্ধান করছে ইডি।

শাজাহান ইডির হেফাজতে থাকলেও এখন পর্যন্ত সেভাবে মুখ খোলে নি। এর আগে গত ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জি পাড়ায় তল্লাশি চালাতে গিয়ে আক্রান্তের শিকার হন গোয়েন্দারা। অভিযোগ ওঠে দলবদল জুটিয়ে শাহজাহান তাঁর বাহিনী দিয়ে হামলা চালান গোয়েন্দাদের উপর। সেই ঘটনায় ৫৫ দিন পর গ্রেফতারও হয়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া এই তৃণমূল নেতা। কিন্তু তার টাকার বহরের কিছু খোঁজ এসেছে ইডির হাতে। এবার সেই দিকেই নিয়ে যাচ্ছে তদন্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *