বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই কিন্তু চারিপাশে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে। একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা। তারপরেই প্রচার-দেওয়াল লিখন শুরু। এরই মাঝে আবার সিনেমার বাজারও বেশ গরম। ভোটের সঙ্গে বা রাজনীতির সঙ্গে বরাবরই সিনেমার যোগ রয়েছে।

 

সিনেমার তারকারা রাজনীতির ময়দানে জড়িয়ে পড়েন। প্রার্থীও হন। অনেকে আবার জিতে জনপ্রিতিনিধিও হয়ে যান। এই ঘটনা নতুন নয়। অনেক পুরাতন। কাজেই ভোট মানেই যে সিনেমায় খরা হবে তা কিন্তু নয়। এই ভোটবাজারে বক্স অফিসে আসতে চলেছে নতুন সিনেমা যার নাম বেঙ্গল ১৯৪৭ অ্যান আনটোল্ড লাভ স্টোরি।

ভোটের বাজারে প্রেমের গল্প। আগামী ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য। বাঙালি হলেও তিনি অসমের বাসিন্দা। হিন্দি টেলিভিশনের অনেকগুলিতেই কাজ করেছেন তিনি। ছবির পরিচালনা করছেন পরিচালক অক্ষয়দিত্য লামা। তিনি জানিয়েছেন বিআর আম্বেদকরের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ছবিটি তৈরি করেছেন।

ছবিতে অভিনয় করেছেন দেবনীলা ভট্টাচার্য, সোহালিয়া কাপুর, ওংকার দাস মানিকপুরী, আদিত্য লাখিয়া, অনিল রস্তোগি, অঙ্কুর আরমান, সুরভি শ্রীবাস্তব, ফলক রাহি, বিক্রম টিডিআর এবং অতুল গঙ্গোয়ার। অভিষেক রায় সঙ্গীত দিয়েছেন ছবিতে।

কাজেই ভোটের আগে বক্স অফিসেরও বাজার গরম। অনেকটা সেই দুর্গাপুজোর মতো। পুজোয় যেমন পুজোর গান. পুজোর ছবি, পুজোর পত্রপত্রিকা বের হয়। এটাও ঠিক তাই ভোটের আগে ভোটের গান, ভোটের সিনেমা, ভোটের লিফলেট, পত্রিকা কতো কি না বেরোতে শুরু করেছে। ছবির অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের ইনস্টা পোস্টে সেই ছবির পোস্টার শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *