বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)! ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা।

যদিও বাংলার মহিলাদের জন্যে নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা।

তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে ডান-বাম ঝড় সমস্ত রাজনৈতিক দলগুলিই ঝড় তুলছে প্রচারে। তেমনই বুধবার প্রচারে যান শুভেন্দু অধিকারী।

আর সেখান থেকেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইস্যুতে মুখ খোলেন তিনি। বলেন, লক্ষ্মীর ভান্ডার কারও পৈর্তৃক সম্পত্তি নয়৷ আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেব। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।

 

মঙ্গলবার সিএএ ইস্যুতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সিএএ’তে নাগরিকত্বের জন্য আবেদন করলে লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এরপরেই পালটা এই ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সিএএ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে। এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়ারও ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী।

বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে। আর সেই ফলেরপর বিধানসভা নির্বাচনের জন্য দেড় বছর আর অপেক্ষা করতে হবে বলে চাঞ্চল্যকর দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari)। বলে রাখা প্রয়োজন, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)৷ গত মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ টাকা থেকে একধাক্কায় ১০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আরও মহিলারা উপকৃত হবেন বলেও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *