বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
সেখানেই মমতা দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে তীব্র কটাক্ষে বিঁধেছেন মমতা।
দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার জন্য হাবরার পর শিলিগুড়িতেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে সামান্য কিছু হলেও ঘনঘন কেন্দ্রীয় দল পাঠানো হয়। চারশোর বেশি এমন দল এসেছে।
যদিও উত্তরপ্রদেশ থেকে মনিপুরে মহিলাদের উপর নিগ্রহ, নির্যাতনের ঘটনা ঘটলেও, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে কেউ ধর্ষিতা হলেও সেখানে এমন কোনও দল পাঠানো হয় না বলে অভিযোগ মমতার। তিনি বলেন, আমার উপর বিজেপির বেশি রাগ। তার কারণ আমি ভয় পাই না।
গতকালই ইডি জানিয়েছে, অ্যালকেমিস্ট মামলার তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করার কথা। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই ঘটনা প্রমাণ করে মানি লন্ডারিংয়ে ‘তোলামূল’ যুক্ত।
শুভেন্দু সংবাদমাধ্যমের কাছে আরও বলেছিলেন, ভাইপোর লিপস অ্যান্ড বাউন্ডসের সাত কোটি টাকার বেশি অর্থ বাজেয়াপ্ত হয়েছে আগেই। এবার তৃণমূলের ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত হয়েছে। ২০১১ সালে সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডুর টাকায় বিধানসভা নির্বাচন এবং ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কেডি সিংয়ের টাকা টিএমসি খরচ করেছিল।
এই সব তথ্য মুকুল রায় জানেন বলেও দাবি করেন শুভেন্দু। দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের উচিত তৃণমূলের পঞ্জীকরণ বাতিল করা, দাবি করেছিলেন শুভেন্দু। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারা জানেন না। আমি আগে বলিনি। অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে!
মমতার কথায়, “অভিষেকের বয়স কম। বিয়ে করেছে, দুই সন্তান আছে। কিছু তো করতে হবে। ঘরে বসে থাকলে তো কেউ খেতে দেবে না। ওর একটা বিজনেস ছিল। কিন্তু সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে। আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের যা আছে নিয়ে নাও, কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ো না” নাম উল্লেখ না করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই যে বিজেপির অঙ্গুলিহেলনে অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, মমতা সেই বার্তাই দিতে চেয়েছেন শিলিগুড়িতে। কাল তিনি শিলিগুড়িতে পদযাত্রার ডাক দিয়েছেন।