বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার সিবিআই জেরার মুখোমুখি তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা। সোমবার নিজাম প্যালেসে বেলা ১১ টার পরে তিনি পৌঁছান। এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত তিনি জেরার মুখোমুখি। এমনই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কে এই জিয়াউদ্দিন মোল্লা?

 

ইডির উপর হামলা হওয়ার ঘটনায় গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালি এলাকায় গত ৫ জানুয়ারি রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহানের ডান হাত। এমন কথাই এলাকায় কান পাতলে শোনা যায়। তিনি সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদে রয়েছেন।

কিন্তু কেন তাকে ডাকা হল? ইডি হামলার ঘটনার দিন তিনি কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার ভূমিকা কী? এইসব সম্পর্কে প্রশ্ন উঠেছে। শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠদেরও ডাকা হয়েছে। জিয়াউদ্দিন ছাড়াও আরও কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর।

এদিন বেলা ১১ টা নাগাদ সিবিআই অফিসে এসে পৌঁছান জিয়াউদ্দিন মোল্লা। সিবিআই ডেকেছে। সে কারণে তাদের সহযোগিতার জন্য তিনি এসেছেন। এমন কথাই তার মুখে শোনা যায়। কেন তাকে ডাকা হয়েছে? ইডির উপর হামলার ঘটনার দিন তিনি কোথায় ছিলেন? এমন প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন? কিন্তু তিনি এই কথার উত্তর দেননি৷ সিবিআই আধিকারিকদের সামনে তিনি জবাব দেবেন। একথাই জানান। তাকে যদি গ্রেফতার করা হয়? এই প্রশ্ন করা হয়েছিল। আইনের প্রতি তার আস্থা আছে। এই কথা বলে তিনি সিবিআই অফিসের ভিতরে ঢুকে যান।

ইডি হামলার ঘটনার দিন থেকেই রাজ্য রাজনীতিতে শিরোনামে রয়েছে সন্দেশখালি। শেখ শাহজাহান অন্যতম অভিযুক্ত। এলাকার মানুষ শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছে। যদিও সিবিআই হেফাজতে থাকাকালীন তেমন কোনও বক্তব্য শেখ শাহজাহানের থেকে এখনও পাওয়া যায়নি। এ কথা জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *