বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জনগর্জন’ সভার শেষে মমতা মঞ্চে উঠতেই উদ্বেলিত হয়ে ওঠে সভায় উপস্থিত লক্ষ লক্ষ মানুষ। প্রথম থেকেই তাঁর আক্রমনের ঝাঁঝ ছিল চড়া খাদে বাঁধা। তিনি বক্তব্যর শেষে ঘোষণা করলেন বহু প্রতিক্ষিত ৪২ জন প্রতিনিধির নাম। নামের তালিকা –

কোচবিহার- জগদীশ বাসুনিয়া

আলিপুরদুয়ার- প্রকাশ চিক বড়াইক

জলপাইগুড়ি- নির্মলচন্দ্র রায়

দার্জিলিং- গোপাল লামা

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট- বিপ্লব মিত্র

মালদহ উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রহমান

জঙ্গিপুর- খলিলুর রহমান

বহরমপুর- ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ – আবু তাহের খান

কৃষ্ণনগর- মহুয়া মৈত্র

রাণাঘাট- মুকুটমনি অধিকারী

বনগাঁ- বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর- পার্থ ভৌমিক

দমদম- সৌগত রায়

বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট- হাজি নুরুল ইসলাম

জয়নগর- প্রতিমা মণ্ডল

মথুরাপুর- বাপি হালদার

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

যাদবপুর- সায়নী ঘোষ

কলকাতা দক্ষিণ- মালা রায়

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া- সাজদা আহমেদ

শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ- মিতালি বাগ

তমলুক- দেবাংশু ভট্টাচার্য

কাঁথি- উত্তম বারিক

ঘাটাল- দেব

ঝাড়গ্রাম- কালীপদ সোরেন

মেদিনীপুর – জুন মালিয়া

পুরুলিয়া- শান্তিরাম মাহাত

বাঁকুড়া- অরূপ চক্রবর্তী

বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ

আসানসোল- শত্রুঘ্ন সিনহা

বোলপুর – অসিত মাল

বীরভূম- শতাব্দী রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *