বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সব রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারা একা লড়বে, আর কারা জোটে থাকবে, সেটাও ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে তামিলনাড়ুতে স্পষ্ট হয়ে গেল ইন্ডিয়া জোটের চিত্রটা। কংগ্রেসের সঙ্গে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে)-র আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সূত্রে খবর।

লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে আসন ভাগাভাগি হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরীতে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর তামিলনাড়ুতে ৯টি আসন থেকে লড়বে কংগ্রেস আর পুদুচেরী থেকে একটি আসনে। অন্যদিকে, ডিএমকে-র হাতে থাকবে ২১টি আসন, সিপিআই, সিপিএম ও ভিসিএ পাবে ২টি করে আসন।

এছাড়া ২০২৫-এ রাজ্যসভায় একটি আসন পাবে কমল হাসানের দল এমএনএম। কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল জানিয়েছেন, পুদুচেরীতে একটি আসনে ও তামিলনাড়ুতে ৯ আসনে লড়বে তাঁর দল। তামিলনাড়ু ও পুদুচেরীর ৪০টি আসনেই বিরোধী জোটের জয় হবে বলে আশাবাদী তিনি।

উল্লেখ্য, তামিলনাড়ুতে মোট ৩৯টি ও পুদুচেরীতে একটি লোকসভা কেন্দ্র রয়েছে। আসন ভাগাভাগিতে যা দঁড়াল, তা অনেকটা এরকম- ডিএমকে -২১টি, কংগ্রেস- তামিলনাড়ুতে ৯টি ও পুদুচেরীতে একটি, সিপিআই ২টি, সিপিএম ২টি, ভিসিকে ২টি, এমডিএমকে ১টি, আইইউএমএল ১টি ও কেএনএমকে একটি আসনে লড়বে।

এরই মধ্যে অন্ধ্র প্রদেশে লোকসভা আসন (Lok Sabha Election 2024) ভাগাভাগি চূড়ান্ত হয়েছে বিজেপি, টিডিপি ও জন সেনা পার্টির মধ্যে। লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনে জোটে লড়াই হবে বলে জানিয়েছে বিজেপি। কে কটি করে আসনে লড়বে, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। তবে, মনে করা হচ্ছে বিজেপি ও জন সেনা আটটি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) লড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *