বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের আগে আজ সুপার সানডে! ব্রিগেডে আজ ‘জনগর্জন সভা’ তৃণমূলের। আর সেই সভায় যোগ দিতে উত্তর থেকে দক্ষিণ, বাংলার একাধিক প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। বহু কর্মী শুক্রবার এবং শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন।

তাঁদের ইকো পার্ক সহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। রবিবার সকাল থেকে সেই সমস্ত কর্মীদের বাসে করে ব্রিগেডের মাঠে নিয়ে আসা হচ্ছে। ময়দানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব (Lok Sabha Election 2024) ।

লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে ডান-বাম। জায়গা ছাড়তে নারাজ শাসকদল তৃণমূলও। ৪২ এ ৪২ এর লক্ষ্যে ‘জনগর্জন সভা’ থেকেই প্রচারে নেমে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে সভা থেকেই প্রার্থী তালিকা তৃণমূল সুপ্রিমো ঘোষণা করা হবে।
ইতিমধ্যে বাংলার ২০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। পালটা ব্রিগেডের ময়দানই প্রার্থী তালিকা ঘোষণার করবেন সুপ্রিমো। ৪২ টি লোকসভা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কর্মীদের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে পারেন সুপ্রিমো।

তাপস রায়কে ঘরে তুলে লোকসভার আগে চমক দিয়েছে বিজেপি। পালটা বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘরে তুলেছে তৃণমূল। ব্রিগেডের মঞ্চে আরও বড় কোনও চমক থাকতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির কোনও বিধায়কের দলবদলের কথা শোনা যাচ্ছে।
অন্যদিকে শনিবারই রায়গঞ্জ রেঞ্জের আইজি পদমর্যাদার আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছাবসর নিয়েছেন। আজ ব্রিগেড সমাবেশে যোগদান করতে পারেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছাবসর চেয়ে ইস্তফা দিয়েছেন, এবং তা গ্রহণ করে নিয়েছে নবান্ন।

তিনি প্রমোটি আইপিএস অফিসার। মালদহে সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি। তা ছাড়া দুবার দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশ সুপার ছিলেন। প্রাক্তন আইপিএসকে বালুরঘাট বা রায়গঞ্জে থেকে প্রার্থী করা হতে পারে। তৃণমূল সূত্রে এমনই খবর।

লোকসভার মুখে তৃণমূলের ব্রিগেড! আর সেই সভা ঐতিহাসিক হবে বলেই দাবি শীর্ষ নেতৃত্বের। কয়েক লাখ মানুষের সমাগম হবে বলেও দাবি করা হয়েছে। তবে ভোটের মুখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন সেদিকেই নজর সবার। বিশেষ করে সন্দেশখালি নিয়ে ফের মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেন কিনা সেদিকেও নজর থাকবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও খুব গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *