বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে ১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল গতবারের চ্যাম্পিয়নরা।

 

অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত থাকলেন ৯৫ রানে। ডব্লিউপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ডটিও দখলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছিল। তিনে নামা দয়ালান হেমলতা ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭৪ রান করেন। অধিনায়ক বেথ মুনি ওপেন করতে নেমে ৩৫ বলে ৬৬ রান করেন। ৮টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে।

মুম্বই ইন্ডিয়ান্সের ৮ জন বোলার এদিন হাত ঘোরালেন। সফলতম সাইকা ইশাক দুটি এবং হেইলি ম্যাথুজ, শবনিম ইসমাইল, পূজা বস্ত্রকার ও সজীবন সাজনা একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে চাপের মুখে দলকে দুরন্ত জয় এনে দেন হরমনপ্রীত।
ওপেনার যস্তিকা ভাটিয়া ৩৬ বলে ৪৯ রান করেন। হেইলি ম্যাথুজ ১৮ ও ন্যাট সিভার-ব্রান্ট আউট হন ২ রান করেন। ১৩.৩ ওভারে ভাটিয়া আউট হলে স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৯৮। এরপর ঝোড়ো ব্যাটিং করলেন হরমনপ্রীত। WPL-এ প্রথম শতরানকারী হতে পারলেন না অল্পের জন্য।

এরই মধ্যে খেলা চলাকালীন বিপত্তিও ঘটে। হরমনপ্রীত তখন বিধ্বংসী মেজাজে। ১৮তম ওভারের শেষে আচমকাই মাঠে যে স্প্রিঙ্কলারের মাধ্যমে জল দেওয়া হয়, তা আচমকা চালু হয়ে যায়। জল বেরিয়ে আসায় ভিজে যায় আউটফিল্ড। ভেজা মাঠে খেলতে চাননি মুনি। ফলে সুপারসপার নামানো হয়।
কিন্তু এই কিছুক্ষণের ব্রেকেও হরমনপ্রীতের ছন্দ নষ্ট হয়নি। শেষ অবধি ৪৮ বলে ৯৫ রান করে অপরাজিত থাকলেন হরমনপ্রীত। তাঁর ব্যাট থেকেই এলো উইনিং শট। গত বছর সোফি ডিভাইন ৯৯ রান করেছিলেন। অ্যালিসা হিলি খেলেছিলেন অপরাজিত ৯৬ রানের ইনিংস। তাঁর পরেই রইলেন হরমনপ্রীত।

চলতি ডব্লিউপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে চলে এলেন হরমনপ্রীত। মেগ ল্যানিং ও স্মৃতি মান্ধানা ৬টি করে ম্যাচ খেলে যথাক্রমে ২৬১ ও ২৪৩ রান করেছেন। হরমনপ্রীত পাঁচ ম্যাচ খেলে ২৩৫ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। তাঁর এদিনের ইনিংস সাজানো ১০টি চার ও পাঁচটি ছয় দিয়ে।
অ্যামেলিয়া কের ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন। গত বছরের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ১৮৯ রানের টার্গেট সফলভাবে তাড়া করে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৭ বল বাকি থাকতে জিতেছিল ৮ উইকেটে। আজ ১৯১ রানের টার্গেট তাড়া করে জিতল মুম্বই, ফলে আরসিবির রেকর্ডটি নিজেদের দখলে নিলেন হরমনপ্রীতরা।

শেষ ওভারে ১৩ রানের পুঁজি নিয়ে বল করতে গিয়েও ব্যর্থ। প্রথম বলেই বিরাট ছক্কায় চাপ বাড়ান হরমনপ্রীত। পরের বলে মারেন চার। এতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তনুজা কানওয়ার ও শবনম এমডি ১টি করে উইকেট নেন। ডেথ ওভারের বোলিংই গুজরাতের আশায় জল ঢালল।

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স। ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সকলের নীচে গুজরাত জায়ান্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *