বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  দুদিন ধরে সারা ভারত বর্ষ জুড়ে মহা উদ্দীপনার মধ্যে দিয়ে মহা শিবরাত্রি উৎসব পালন হলো ।

সারা দেশের সমস্ত শিব মন্দির গুলি আলোকমালাতে সেজে উঠেছিল । বড়ো মন্দির গুলি তে তিল ধারণের জায়গা ছিলো না । আর আমাদের বাংলার ও ছোট বড়ো মন্দির গুলোর অবস্থাও ভক্ত দের ভিড়ে মুখরিত ছিলো । মেটিয়া  ব্রুজ এর পাহাড়পুর রোড এ বিরাট মিছিল পুরো বটতলা এলাকা কয়েক হাজার মহিলা ভক্ত সবার সাথে নাচতে নাচতে এলাকা পরিক্রমা করে ।বড়বাজার এও মুক্তারাম বাবু স্ট্রিট এ কয়েক শো মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করেন রাজেশ বাবুর পরিবার ।আমরা মহা শিবরাত্রি পালন করি সেই সমন্ধে দু চার কথা:::- হিন্দু ধর্ম অনুসারে প্রতি বছরের ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি তে মহা শিবরাত্রি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। আপামর ভক্ত বৃন্দ রা সারাদিন উপবাস করে নিষ্ঠা ভরে এই পুজোতে সামিল হন। এই রাত সেই মহা রাত শিব উপাসনার সাথে জড়িয়ে আছে এই রাত একান্তই মহাদেব শিবের রাত। নিরাকার থেকে আকারে আসার রাত কে আমরা মহা শিব রাত্রি হিসাবে পালন করি । উনি ভক্ত দেরকে হিংসা ক্রোধ, লোভ ,আসক্তি, কাম থেকে মুক্ত করেন আর মনের শান্তি সুখ প্রদান করেন । মহা শিবরাত্রি শিব পার্বতীর বিবাহ বন্ধনের রাত । এই দিনেই শিব পার্বতী র মিলনের রাত । এই দিনেই সৃষ্টি আর ধংস র রাত ।। যা তান্ডব নৃত্য নামে আমাদের কাছে পরিচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *