মদনমোহন সামন্ত, বিধাননগর, ০৮ মার্চ ২০২৪ :—ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ মহিলাচালিত সাবস্টেশনের উদ্বোধন হল আজ শুক্রবার বিধাননগরে।
সারা ভারতবর্ষে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই আজ আন্তর্জাতিক নারী দিবসে ভারতবর্ষে সর্বপ্রথম ১০০ শতাংশ মহিলাদের দ্বারা পরিচালিত দু’টি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব
শান্তনু বসু ও বিদ্যুৎবন্টন ও সংবহন সংস্থার শীর্ষ আধিকারিকরা। এদিন যে দুটি সাবস্টেশনের উদ্বোধন হ’ল তার একটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার(WBSETCL)। সল্টলেক ১৩২ কেভি জিআই সাবস্টেশন।
অপরটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার (WBSEDCL) এলিটা গার্ডেন ভিস্তা (রাজারহাট, নিউটাউনে অবস্থিত) ৩৩ কেভি সাবস্টেশন।
সল্টলেক ১৩২ কেভি জিআই সাবস্টেশনের বিদ্যুৎ সংবহনের ক্ষমতা ২*৫০ এমভিএ। এই সাবস্টেশনটির দ্বারা সল্টলেকের সেক্টর I, সেক্টর II, সেক্টর III, সল্টলেক স্টেডিয়াম সহ মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট লাইনে আরও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হবে। একইসঙ্গে সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাবস্টেশনটিও রিমোট অটোমেশনের মাধ্যমে এই সাবস্টেশন থেকেই পরিচালনা করা হবে।
এলিটা গার্ডেন ভিস্তা সাবস্টেশনটির ক্ষমতা ১২ এমভিএ। এটি প্রায় ২০০০ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করবে। এই সাবস্টেশনটি চালু হওয়ার ফলে রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ এলাকায় আরো সুষ্ঠুভাবে বিদ্যুৎ বন্টন করা যাবে এবং ভবিষ্যতে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা অতি সহজেই মেটানো সম্ভব হবে।
এই দু’টি বিদ্যুৎ সাব-স্টেশনের সমগ্র অনুমোদিত ‘মানবশক্তি’ (বিদ্যুৎ সংবহন সংস্থার ক্ষেত্রে ২৬ জন, বিদ্যুৎ বন্টন সংস্থার ক্ষেত্রে ৮ জন) অর্থাৎ ইন-চার্জ, কর্মী, টেকনিক্যাল অপারেটর, সিকিউরিটির যাবতীয় দায়িত্ব সম্পূর্ণটাই ২৪x৭ রয়েছে মহিলা কর্মীবৃন্দের উপর। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত আমাদের রাজ্যই মহিলাদের ক্ষমতায়নে এই অভূতপূর্ব নিদর্শন রাখল। এই ধরনের ব্যবস্থা গ্রহণ সামাজিক ক্ষেত্রেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।