বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই ভীড় উপচে পড়ছে মন্দিরে আজ সকাল থেকেই মহাদেবের মাথায় জল ঢালতে মন্দিরে উপস্থিত আট থেকে আশি বয়সের সব ধরনের মানুষ। কথিত আছে এই দিনটি মহা পূন্যের দিন।

এই দিনটিতে শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা করলে সব মনের ইচ্ছে পূরন হয় এবং মনের বাসনা পূর্ন হয়। মহাদেব হলেন দেবাদিদেব তার মাথায় জল ঢেলে প্রনাম করলে সমস্ত ধরনের বিপদ আপদের হাত থেকে রক্ষা পায় মানুষ। আজ সকাল থেকেই শিলিগুড়ির সব মন্দির সেজে উঠেছে। চারিদিকে চলছে শিবের গান। সকাল থেকেই মানুষ ভীড় করেছেন মন্দিরে মন্দিরে। ভগবানের কাছে মানুষের একটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে। এবং মানুষের মনের সব ইচ্ছে যেন পূরন হয়। সকাল থেকেই মন্দিরে মন্দিরে বেজে উঠেছে ঘন্টা।সবার একটাই প্রার্থনা মানুষের ইচ্ছে যেন পূরন হয়। শিলিগুড়ির বিধান মার্কেট এবং বেশ কয়েকটি এলাকায় মন্দিরগুলিতে উপচে পড়ছে ভীড়। মানুষ আসছেন এবং অপেক্ষা করে শিবের মাথায় জল ঢালছেন। তবে এবারে দুদিন শিবরাত্রী থাকায় ভীড় কিছুটা কম কেউ আজকে আবার কেউ আগামীকাল শিবের মাথায় জল ঢালবার পরিকল্পনা করে রেখেছেন। শিবরাত্রী উপলক্ষে ভীড় উপচে পড়ছে সমস্ত ফুলের দোকানগুলিতে। সকাল থেকেই লাইন দিয়ে বেল,বেলপাতা এবং ধূতরা ফুল কিনতে ভীড় করছেন মানুষ। শিবের পছন্দ যে এই জিনিসগুলোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *