বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ৮ মার্চ – সকাল থেকেই বেশ উত্তুরে বাতাসের সঙ্গে মেঘমুক্ত আকাশ। বসন্ত যেন আবার একটু পিছিয়ে শীতকে ডেকে নিচ্ছে। কোয়েলের অবিশ্রান্ত ডাক কিছুটা কমে গেছে। এটা মার্চের দ্বিতীয় সপ্তাহের খুব স্বভাবিক পরিবেশ নয়। বিশ্ব উষ্ণতা বৃদ্ধি বা এল নিনোর কারণে পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে। এমন পরিবেশে আলিপুর হাওয়া অফিস তাদের আবহাওয়ার বার্তা প্রকাশ করেছে।

গতকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলায় মেঘলা ছিল আকাশ। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশই মেঘমুক্ত পরিষ্কার থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। জানুন কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকতেও আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।হাওয়া অফিসের জানিয়েছে, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তবে আপাতত চলতি সপ্তাহে রাজ্যের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা মোটামুটিভাবে একই থাকবে।

উত্তরবঙ্গে(North Bengal)অবশ্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *