বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঘটনা সামনে আসতেই তারকেশ্বর থানায় জমায়েত হয়ে তারকেশ্বরের নাগরিক সমাজ বৃন্দ দোষীর বিরুদ্ধে দেশবিরোধী আইনে সাজার ব্যবস্থা করার দাবী তোলেন। তারপরেই আটক করা হয় অভিযুক্তকে।
জানা গেছে, পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি AI ভিডিও গত মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্টে পোষ্ট করে সামসুদ্দিন। ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীকে গলায় দড়ি বেঁধে নিয়ে যেতে দেখা গেছে ইমরানকে।
পোষ্টটি সামনে আসতেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় তারকেশ্বরের নাগরিক সমাজ। নিন্দায় সরব হন তারকেশ্বরের বুদ্ধিজীবী বাসিন্দারাও। এরপরেই গভীর রাত্রে সামসুদ্দিনকে গ্রেপ্তার করে তারকেশ্বর পুলিশ।