বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মার্চের শুরুতে আবার তুষারপাত উত্তর-পূর্ব সিকিমে। এখনো পর্যটক আছে সিকিমে, স্বাভাবিকভাবে খুশি তারা। তুষারপাতের কারণে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। যদিও মার্চ মাস তবুও পর্যটকদের যাতায়াত থাকছেই।
আর তুষারপাতের খবর শুনে অনেক পর্যটকই যাওয়া বাতিল করে শুধুমাত্র তুষারপাত দেখবার জন্যই থেকে যাচ্ছেন। আজ সকাল থেকে ভারী তুষারপাত শুরু হয়ে যায় উত্তর-পূর্ব সিকিমে। এতটাই ছিল বিয়ের পরের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণত দেখা গেছে কি একেবারে বিদায় নেওয়ার আগে একবার তুষারপাত হয় উত্তর-পূর্ব সিকিমে, যার ব্যতিক্রম হলো না এবারও। চারপাশের কারনে আটকে যায় বহু রাস্তা, অনেক পর্যটক সিকিমে ঢুকবার পথে আটকে পড়ে যান। অনেক পর্যটকই যাওয়া বাতিল করে সিকিমে থেকে যান। আবহাওয়া দপ্তরের কাছ থেকে খবরে পাওয়া গেছে আগামী কয়েক দিন সিকিমের তাপমাত্রা একই থাকবে। একেবারে শীতের শেষে এই আবহাওয়া মাতিয়ে তুলেছে পর্যটক দের